বার্তা প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিন পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। সহ–সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগেই অবশ্য ছাত্রদলসহ কয়েকটি প্যানেল ভোটের ফল বর্জন করে।
ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে জয়ী হওয়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২। ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন তিনি। ছাত্রদলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫২৮৩ ভোট।
এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।
