স্টাফ রিপোর্টার:: সারাদেশের ন্যায় টাংগাইল মধুপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতের উপর আওয়ামী লীগের লগী বৈঠার নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা ও পৌরশাখার আয়োজনে মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটি মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক  প্রদিক্ষণ করে বাসস্ট্যান্ড আনারস চত্তর হয়ে মধুপুর অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ করেন।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী টাংগাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী, টাংগাইল জেলা  পেশাজীবি সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ মোন্তাজ আলী, মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদের, সেক্রেটারি রিজওয়ান উল্লাহ খান রেদোয়ান, পৌর আমির ইকবাল হাসান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।  বিক্ষোভ মিছিল ও সমাবেশে মধুপুর উপজেলার ইউনিয়ন, পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বিক্ষোভ মিছিল হতে নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে এবং দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় মধুপুর শহর। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে নির্ভেজাল মধুপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করাসহ ২০০৬ সালের  ২৮ অক্টোবরে হত্যাযজ্ঞের নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।