মনিরুজ্জামান আসিফ:: টাংগাইল এ্যাডভোকেট বার সমিতি হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা ইউনিট আইনজীবী ফোরামের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী। বাংলাদেশ আইনজীবী ফোরাম, টাংগাইল জেলা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট এস এম ফাইজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট সরোয়ার কায়ছার রাহাত, নাট্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন। এসময় এ্যাডভোকেট বার সমিতির এ্যাডভোকেটরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ সম্মেলনে রুপান্তর করেন। আলোচনা পর্বে বক্তারা স্তরে স্তরে সকল বিষয় তুলে ধরেন।
সন্মেলন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেন এডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল প্রেসক্লাবে সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা পেশাগত বিভিন্ন দিক তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এ সময় এডভোকেট মোহাম্মদ আলী গণমাধ্যমের ভূমিকা ও দায়িত্ব নিয়ে কথা বলেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
মধুপুরের সকল সংবাদ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের টাংগাইল জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লেখক: Admin User
|
15 October, 2025, 09:14 AM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
