স্টাফ রিপোর্টার:: মধুপুর উপজেলার দুটি বাজারে ৪ টি ফার্মেসী মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। রবিবার (১২ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার লাউফুলা বাজারের মনির মেডিকেল হল, ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে ৪টি ফার্মেসির মালিককে মোট ১৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মোঃ আবু জাফর, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিল মধুপুর থানা পুলিশের একটি দল।
মধুপুরের সকল সংবাদ
লাউফুলা চাপড়ী বাজারে ৪ টি ফার্মেসী মালিককে ১৮ হাজার টাকা জরিমানা
লেখক: Admin User
|
12 October, 2025, 02:44 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
