স্টাফ রিপোর্টার:: মধুপুরের রক্তিপাড়া নামক স্হানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্হলেই একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। জানা যায়, মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মধুপুর ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান,সোমবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া তিনটার দিকে ৯৯৯ নাম্বার হতে ফোন আসে যে
যে, রক্তি পাড়া ,নামক স্থানে একটি মাল বোঝাই ট্রাক যার নাম্বার ( ঢাকা মেট্রো- ট- ২২-২২৬৪) গাড়িটি নষ্ট হয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো পরবর্তীতে কাজী র্ফামের পোল্ট্রি বাচ্চা বহন কারী আর একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ- ১১-২২৪৮) পিছন থেকে এসে ধাক্কা দেওয়ায় গাড়ি ভিতরে ০২ জন লোক আটকা পড়েছে। সংবাদ পেয়ে দ্রুত মধুপুর ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার স্হলে গিয়ে ১জন কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের এ্যাম্বুলেন্স দিয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। নিহত অবস্থায় ১ জন কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের বডি ব্যাগে করে এবং নিহত ব্যাক্তির একটি মোবাইল সহ মধুপুর থানায় হস্তান্তর করেন। মধুপুর থানার এস আই মো. হেলাল উদ্দিন জানান, নিহত ব্যাক্তি হলেন ট্রাক চালক সুমন (৪০)। নিহত সুমন সিরাজগন্জের কামারখান উপজেলার জামতলী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। আহত ব্যাক্তি হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার সোলাইমান(৪০)।
তিনি জানান, নিহত ব্যক্তির লাশ নেওয়ার জন্য তার আত্মীয় স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাদের নিকট হস্তান্তর করা হবে।
