মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্ট:: টাঙ্গাইল-১ ( মধুপুর - ধনবাড়ী) আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা এ মিছিল করেন।বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর মধুপুর উপজেলা সদরে মোহাম্মদ আলীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে বিএনপির নেতারা বলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিল করতে হবে।মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এডভোকেট মোহাম্মদ আলী বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং মানবে না। মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে।এসময় সাবেক উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল সহ মোহাম্মদ আলী সমর্থীত হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্ট:: টাঙ্গাইল-১ ( মধুপুর - ধনবাড়ী) আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা এ মিছিল করেন।বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর মধুপুর উপজেলা সদরে মোহাম্মদ আলীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে বিএনপির নেতারা বলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিল করতে হবে।মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এডভোকেট মোহাম্মদ আলী বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং মানবে না। মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে।এসময় সাবেক উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল সহ মোহাম্মদ আলী সমর্থীত হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।